আজ - রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:১২

প্রতারনা করে ১১ লাখ টাকা আত্মসাৎ চক্রটিকে আটক করেছে পুলিশ।

বিদেশে অবস্থানরত ভাইয়ের সড়ক দুর্ঘটনার মিথ্যা নাটক সাজিয়ে যশোরের মনিরামপুরের এক ব্যাক্তির কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রতারণা মামলার মূল অভিযুক্তকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর।

আটককৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে আফজাল হোসেন (৪২)। তাকে গতকাল (৩ মে) বিকেল ৪টা ৫ মিনিটে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল  প্রতারক বাদীকে ফোনে জানায়, তার ভাই মালয়েশিয়ায় গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে ভর্তি আছেন। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে টাকা পাঠাতে হবে। প্রতারক নিজেকে প্রবাসে থাকা ভাইয়ের সহকর্মী পরিচয় দিয়ে কথা বলেন এবং বিশ্বাস অর্জনের চেষ্টা করে।

ভুক্তভোগী পরিবার প্রথমে বিষয়টি সত্য ধরে নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরে কাছের একটি দোকানে গিয়ে বিকাশ ও নগদ মাধ্যমে একাধিকবার মোট ১০ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা পাঠান প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে।

তবে ১২ এপ্রিল রাতে প্রকৃত ভাইয়ের সঙ্গে কথা বলে পুরো প্রতারণার বিষয়টি ফাঁস হয়। ভাই জানান, তিনি সুস্থ আছেন এবং তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

পরবর্তীতে পুলিশি তদন্তে ধৃত আফজালের হেফাজত থেকে ৮টি মোবাইল ফোন, ৪০টি সিম কার্ড এবং প্রতারণার মাধ্যমে আদায়কৃত ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫টি সিম কার্ড সরাসরি প্রতারণার কাজে ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে।

আফজাল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তার প্রবাসী ভাই শামীম হোসেন তাকে সিম কার্ড সরবরাহ করত এবং হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাক করে প্রবাসীদের পরিবার থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করত।

পুলিশ জানিয়েছে, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে একই পদ্ধতিতে দেশের বিভিন্ন স্থানে প্রতারণা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামির রিমান্ড আবেদন করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত