আজ - শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:৫৯

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক বখাটে

জেলা প্রতিনিধি।। যশোরের বাঘারপাড়ায় আশ্রয়ণ প্রকল্প এলাকার ছয় বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবার মামলায় পুলিশের হাতে আটক রজিবুল ইসলাম নামে আটক বখাটে।

 

 

পুলিশের সূত্রে জানা যায়, শনিবার রাতে ভিকটিমের বাবা বাঘারপাড়া থানায় মামলা করেন।

 

মামলায় তিনি উল্লেখ করেন, শনিবার দুপুরে তার মেয়ে প্রতিবন্ধী স্কুল থেকে ইজিবাইকে ফিরে আশ্রয়ণ প্রকল্পের সামনে নামেন। নামার সাথেই রজিবুল তার ভ্যান নিয়ে এসে ওই শিশুটির সামনে থামান। এরপর শিশুটির মুখ চিপে ধরে পাশের আলতাফ মীরের পুকুরের পাশের ঝোপে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় রজিবুল।

এঘটনায় শনিবার রাত আটটার পর শিশুটির পিতা থানায় মামলা করেন। মামলার পর তদন্ত কর্মকর্তা বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে নিজ বাড়ি থেকে রজিবুলকে আটক করেন। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। একই দিন ওই শিশুটিকেও আদালতে হাজির করা হয়। সে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল শিশুকে পরিবারের জিম্মায় দেন ও আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত