আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪০

প্রত্যয় সমাজকল্যাণ সংঘ’র খাদ্য সামগ্রী বিতরণ।

যশোর (রূপদিয়া) প্রতিনিধি :: নরেন্দ্রপুরের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “প্রত্যয় সমাজকল্যাণ সংঘ” কর্তৃক করোনা ইসুতে কর্মহীন ৬০ জন অসহায় ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। বৃহস্পতিবার যশোর সদরের নরেন্দ্রপুর পোস্টঅফিস বাবু বাজারের সংগঠনিক কার্যলয়ে সম্মুখে এসব বিতরণ করেন। সেচ্ছাসেবী সংগঠন’টি মুলত ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারিতে নরেন্দ্রপুর বাবুবাজারে কয়েকজন তরুণদের উদ্যোগে পথ চলার শুরু হয়। এ সংগঠনটি অঞ্চলের সমাজিক ও সেবাধর্মি কল্যাণমূলক কাজ করে চলেছে। বিভিন্ন সময়ে এঅবধী অত্রাঞ্চলের অসহায়ের মাঝে সহয়তা প্রদান, বিনামূল্যে রক্তদান, সুবিধাবঞ্চিত শিশুদের পাঠ্য উপকরণ প্রদানসহ সকল প্রকারের সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রান্ত দেশব্যাপী অঘোষিত লকডাউনে কর্মহীন অসহায় দিনমজুরদের সহযোগীতা প্রদান করছি বলে জানান প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা খন্দকার ফখরুজ্জামান রাসেল। সহযোগীতা প্রদানকালে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ সাইফুদ্দিন মানিক, জি এম সবুজ হাসান ও মেহেদী হাসান নয়ন। এছাড়া সংগঠনের সভাপতি মোঃ জামির হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, সহ-সম্পাদক খন্দকার আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বি এম আলী রাজ, কোষাধক্ষ্য সোহানূর রহমান সোহান প্রমুখ।

আরো সংবাদ