আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০১

প্রধানমন্ত্রীর দফতর থেকে যশোরে কম্বল এসেছে ৪৬ হাজার

যশোর জেলার ৮ পৌরসভা ও ৯৩ ইউনিয়নে ৪৬ হাজার ৪৬০টি কম্বল বিতরণ করবে প্রশাসন। দুঃস্থ অসহায় মানুষকে শীত নিবারনের জন্য মাঝে কম্বল বিতরণ করা হবে। ইতোমধ্যে পৌরসভা ও উপজেলায় কম্বল পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও দুর্যোগ শাখা ।

ত্রাণ কর্মকর্তা আলী হায়দার জানিয়েছেন, শীতে অসহায় মানুষ যাতে কষ্ট না পায়  এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কম্বল এসেছে।

ইতোমধ্যে ঝিকরগাছায় ১১টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৫ হাজার ৫২০ পিস কম্বল, চৌগাছা  ১১টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৫ হাজার ৫২০ পিস কম্বল, কেশবপুর ১১টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৫ হাজার ৫২০ পিস কম্বল, শার্শা  ১১টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৫ হাজার ৫২০ পিস কম্বল, অভয়নগরে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪ হাজার ১৪০ পিস কম্বল, মণিরামপুরের ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮ হাজার ২৮০ পিস কম্বল, বাঘারপাড়ায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪ হাজার ৬শ কম্বল, সদর উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১ পৌরসভায বিতরণ করা হবে ৭ হাজার ৩৬০ পিস কম্বল পৌঁছে গেছে।

আরো সংবাদ