আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৪০

প্রবাসীর স্ত্রীর সাথে প্রেম অন্তরঙ্গে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি আদালতে মামলা।

যশোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রবাসির স্ত্রীর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক স্থাপন এবং তা ভিডিও করে ফেসবুকে প্রকাশের ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনায় মামলা হয়েছে। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের না হওয়ায় ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে ১৭ আগস্ট রাতে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মারজুল ইসলামের ছেলে ইকরামুল কবীরকে। ভুক্তভোগী যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

বাদীর অভিযোগ , ফেসবুকে আসামির সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আসামি বাদীর পিতার বাড়িতে গিয়ে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং তা নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি এবং ১৬ সেপ্টেম্বর আসামি বাদীর বাড়িতে এসে একই ধরনের সম্পর্ক স্থাপন করে। এক পর্যায়ে বাদী অন্তঃসত্বা হন। ২৯ সেপ্টেম্বর আসামি বাদীকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান। চলতি বছরের ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল আসামি আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ৪৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেন।

ভুক্তভোগী ২৮ জুন কোতোয়ালি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা গ্রহণে অস্বীকার করে। এরপর তিনি যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেন। বিচারক ড. আতোয়ার রহমান মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে সাত কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দেন। মামলাটি থানায় রেকর্ড হওয়া সত্ত্বেও আসামিকে এখনও আটক করা যায়নি। কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন জানিয়েছেন, আসামিকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->