আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১০:৫০

প্রশংসায় ভাসছে “মায়াবতী” -যৌণ পল্লীতে বেড়ে ওঠা মেয়ের গল্পে তিশা

তৌসিফ মাহবুবঃ দীর্ঘ দিন থেকেই চলচ্চিত্রের ব্যবসায় মন্দাভাব। শীর্ষ নায়ক শাকিব খান ছাড়া কারও মুভি লাভের মুখ দেখছেনা বললেই চলে। তবে সম্প্রতি রের্কড ভেঙ্গে দর্শকের মনে জায়গা করে নিয়েছে ইয়াশ রোহান ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘মায়াবতী’।

দর্শক-সমালোচক মহলের প্রশংসায় ভাসছেন তারা দুজনেই। সিনেমাটি প্রযোজনা করেছেন আনোয়ারা আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন। ছোট পর্দায় সুপরিচিত নির্মাতা অরুণ চৌধুরীর পরিচালনায় এ ছবিতে জুটি হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। ‘মায়াবতী’তে তিশা, রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, নরেশ ভুঁইয়া, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল, আগুন, মীমসহ অনেকে।

সিনেমাটির গল্প সম্পর্কে সাংবাদিকদের জানায়, মায়া নামের এক কিশোরী ছোটবেলায় তার মায়ের কাছ থেকে চুরি হয়ে যায়। পাচারকারীদের ফাঁদে পড়ে সে। তাকে দৌলতদিয়ার যৌনপল্লিতে বিক্রি করা হয়। সেখানে মায়াকে ধীরে ধীরে গড়ে তোলেন গানের গুরু খোদা বক্স। ওদিকে মায়ার গানের প্রেমে পড়েন একজন ব্যারিস্টার। একসময় ভয়ংকর খুনের ঘটনায় জড়িয়ে পড়ে মেয়েটি। শুরু হয় নতুন গল্প। নতুন সংগ্রাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত