আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:১৯

প্রাথমিক শিক্ষকদের আধাবেলা কর্মবিরতি বৃহস্পতিবার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার আধাবেলা কর্মবিরতি ঘোষণা দিয়েছে। শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষক নির্যাতনের প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি দেওয়া হয়।

মঙ্গলবার বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। গোপালগঞ্জে শিক্ষক মনোজ কান্তির সঙ্গে শিক্ষা কর্মকর্তার খারাপ আচরণ ও তাকে শারীরিকভাবে আঘাতের প্রতিবাদে এই ঘোষণা দেয় সংগঠনটি।  

সংগঠনটির দাবি, মনোজ কান্তির ওপর হামলার ঘটনায় জড়িত জেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যাহার করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। মনোজ কান্তি বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।

আরো সংবাদ