আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৮

প্রেসক্লাব রূপদিয়া’র দুজন সাংবাদিক দুর্ঘটনায় আহত: বিভিন্ন স্তরের মানুষের সুস্থতা কামনা।

রূপদিয়া প্রতিনিধি : মোটরসাইকেল দূর্ঘটনায় প্রেসক্লাব রূপদিয়ার সভাপতি সহ দুই সাংবাদিক আহত হয়েছেন। আহতদের হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে বেশ ক্ষত হয়েছে। এর মধ্য প্রেসক্লাব রূপদিয়ার সভাপতি দৈনিক গ্রামের কাগজের রূপদিয়া প্রতিনিধি রবিউল খাঁনের শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর চোট সহ রক্তাত্ব যখম হন এবং তার সাথে থাকা প্রেসক্লাব রূপদিয়ার নির্বাহী সদস্য দৈনিক লোকসমাজ পত্রিকার রূপদিয়া সংবাদদাতা আলমগীর কবির যখম না হলেও কিছুটা আঘাত প্রাপ্ত হয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

জানাযায়, সোমবার (২৩ নভেম্বার) সন্ধ্যায় পেশাদারী কাজ শেষে বাড়ি ফেরার পথে রূপদিয়া বাজারের অদূরে হাটবিলা, জামতলা আফিল ব্রিকসের সামনা সামনি এদূর্ঘটনার শিকার হন। আহতরা বলেন কাজ শেষে তারা দু’জন মোটরসাইকেল যোগে রূপদিয়া বাজারের উদ্দেশ্যে ফিরছিলেন পথিমধ্যে আফিল ব্রিকসের সামনে পৌচ্ছালে একটি দ্রুতগতির ট্রাক ওভারটেক করে চাপ দিলে মোটরসাইকেলের চাকা স্লিপ করে সড়কের উপর পড়ে যায়।

এতে প্রেসক্লাব রূপদিয়ার সভাপতি রবিউল খাঁন হাত ও পায়ে রক্তাত্ব যখম হয়, এসময় তার সাথে থাকা সাংবাদিক আলমগীর কবির সামান্য আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় দু’জনই স্থানীয় ডাক্তারখানা থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এঘটনায় প্রেসক্লাব রূপদিয়া সহ বিভিন্ন স্তরের লোক তাদের সুস্থতা কামনা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত