আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৪

প্রেস ইউনিটি ময়মনসিংহ শাখার সমন্বয়ক হলেন মিন্টু

খানজাহান আলী 24/7 নিউজ ডেস্ক ।। অনলাইন প্রেস ইউনিটি ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক মনোনীত হয়েছেন অনিন্দ্য বাংলা’র সম্পাদক মজিবুর রহমান মিন্টু। আগামী ১ মাসের মধ্যে ময়মনসিংহ জেলার সকল উপজেলা শাখা কমিটি গঠনের লক্ষ্যে ২৮ মে ২০২১ তাঁকে এই বিশেষ দায়িত্ব প্রদান করেন অনলাইন প্রেস ইউনিটির কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং ভারপ্রাপ্ত মহাসচিব পলাশ ভৌমিক। ময়মনসিংহ জেলার যে কোন আগ্রহী সংবাদযোদ্ধা বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা এবং সকল জাতীয় বীরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অবাধ-সুষ্ঠু-সংবাদপ্রবাহ নির্মাণের পাশাপাশি সাংবাদিক ও সংবাদপত্রের অধিকার আদায়ের লক্ষ্যে অনলাইন প্রেস ইফনিটির গর্বিত সদস্য হতে ০১৭১১-১৬১৫৬৭ নম্বরে যোগাযোগের আহবান জানানো হয়েছে।  

উল্লেখ্য, সংবাদপত্র ও সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে মোমিন মেহেদীর সভাপতিত্বে শতাধিক অনলাইন এক্টিভিটিস্ট ও সংবাদযোদ্ধাদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত আগ্রহী সংবাদযোদ্ধাগণ সদস্য হতে নাম-ঠিকানা-কর্মস্থলের নাম লিখে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করলে ফিরতি কলে সদস্য নিশ্চিত করা হবে। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত