আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:২৩

ফতেপুর ইউনিয়ন অা.লীগের ৫ নং ওয়ার্ডের সম্মেলন – সভাপতি আজিজ সম্পাদক রাজু।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কণ্ঠভোটে আব্দুল আজিজ সভাপতি ও রাজু আহম্মদ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। আজ শুক্রবার বিকাল ৪ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এমএম রবিউল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ , প্রধান বক্তা হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্রী রবিন্দ্রনাথ বসু, হাজী আকরাম হোসেন ও জেলা কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতলেব বাবু, সম্মেলনটির উদ্বোধন করেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিন।

সভাপতি আজিজ ও সম্পাদক রাজু

প্রধান অতিথির বক্তব্যে মোহিত নাথ বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখড়ে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখেছেন পদ্মা সেতু আজ দৃশ্যমান, মেট্রোরেল নির্মানের কাজ দ্রুত গতীতে এগিয়ে চলছে। কত ষড়যন্ত্রের নিল নঁকশা তৈরি হয়েছে আপনারা সেটাও দেখেছেন। আপনাদের একতা আর নেত্রীর দৃঢ় অবস্থান বাংলাদেশকে পাতাল রেলের যুগে প্রবেশ করাতে যাচ্ছে। আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনা। আওয়ামী লীগের শক্তি আপনারা, আওয়ামী লীগের শক্তি তৃণমূল আওয়ামী লীগ। আজকের সম্মেলনে যারা তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে নেতৃত্ব দিবেন মনে রাখবেন তৃণমূলের কোন কর্মী যেন কষ্ট না পায়। দলটি যেন ব্যবসা প্রতিষ্ঠান হয়ে না যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন।

প্রধান বক্তার বক্তব্যে শাহারুল ইসলাম বলেন, আমাদেরকে আপনাদের খেদমত করার জন্য পাঠিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব শাহীন চাকলাদার। আমাদের নেতা তৃণমূলের নেতা শাহীন চাকলাদার তার বিকল্প কেউ নেই। অনেই আমাদের সাথে পলিটিক্যাল পন্ডে সাঁতরিয়ে দেখেছে কিন্তু আপনাদের ভালবাসার কারনে আমরা বার বার বিজয়ী হয়েছি। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করতে চাই। যারা নেতা হবেন তাঁরা রাস্তা ঘাঁট দোকান ব্যবসা প্রতিষ্ঠান সবজায়গাতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দুস্থদের মুখে খাবার তুলে দিতে চায়। যারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে জীবন দিতেও প্রস্তুত তাঁরাই এই ওয়ার্ডের নেতা নির্বাচিত হবে। কোন বসন্তের কোকিলের জন্য দলটিকে আমরা ওপেন প্লেয়িং ফিল্ড করে দিতে পারিনা।

সম্মেলনে ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত