আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২৯

ফরিদপুরে আধিপত্যের বিরোধে ঝরে গেল এক তাঁজা প্রাণ!

শফিকুল ইসলাম: ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে সাবেক দুই জনপ্রতিনিধির সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত পাঁচজন। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার জয়পাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সৈয়দ নাজিম আলীর (১৭) বাড়ি জয়পাশা গ্রামেই। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিদর্শক শহিদুল বলেন, এলাকার আধিপত্য নিয়ে বোয়ালমারী উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশারের অনুসারীদের সঙ্গে উপজেলার চরমেশ্বরী ইউনিয়নের সাবেক সদস্য আবু সাইদের লোকজনের বিরোধ চলছিল। “এর জেরে সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নাজিমের মৃত্যু হয়।” খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় ।

আরো সংবাদ