আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:০৯

ফরিদপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক মাদরাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে স্থানীয় মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরকান্দা উপজেলা সদরের ছাগলদী দক্ষিণপাড়া দরগাভিটা জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলী হোসেন (৫৮) ওই মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।গ্রেপ্তারকৃত আলী হোসেনের গ্রামের বাড়ি পাশের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মসজিদের পাশে আসা এক মাদরাসা শিক্ষার্থীকে জোর করে নিজের শয়নকক্ষে নিয়ে যান আলী হোসেন। সেখানে তিনি শিশুটিকে বলাৎকারের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য শিশুটিকে আট হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয় আলী হোসেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, আলী হোসেন তাকে ডেকে নিয়ে গিয়ে জামা-কাপড় খুলে ফেলার চেষ্টা করেন। তখন সে চিৎকার করলে মানুষ এসে তাকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, বলাৎকারের চেষ্টার অভিযোগে আলী হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন এবং ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->