আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৫২

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ঢাকায় গ্রেপ্তার!

রেজোয়ানুল হক: ওয়ারেন্ট ভুক্ত ১০ মামলার পলাতক আসামি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মূখার্জী ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকার তেজগাঁও এলাকা থেকে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে ফরিদপুর নিয়ে আসেন।

সত্যজিৎ মূখার্জীর বিরুদ্ধে ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

সত্যজিৎ মূখার্জীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় চাঁদাবাজি মামলাসহ প্রায় ২৫টি মামলা রয়েছে। এরমধ্যে তার বিরুদ্ধে ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ একটি মামলায় তিনি সাজা প্রাপ্ত আসামি ছিলেন।

ফরিদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে এসে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আটকের জন্য পুলিশ অনেকদিন ধরে চেষ্টা করছিল।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাসিম জানান, ওয়ারেন্ট ভুক্ত ১০ মামলার পলাতক আসামি সত্যজিৎ মূখার্জীকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার জন্য এখনও কোনও রিমান্ড চাওয়া হয়নি।

আরো সংবাদ