আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:১৩

ফলাফল নিয়ে যা বললেন মমতা

চিরন্তন দত্ত: পশ্চিমবঙ্গে উত্থান হচ্ছে বিজেপির। রাজ্যের ৪২ আসনের মধ্যে বিজেপি ১৯টিতে জয়ের পথে রয়েছে। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল ২২টিতে জয় পেতে যাচ্ছে। গতবারের থেকে এবার তাদের ১২ আসন কমছে। দলের এই দুঃসময়ে মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোটগণনার মাঝেই তিনি এক টুইটবার্তায় দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, “বিজয়ীদেরকে অভিনন্দন। তবে যারা হারলা তারা পরাজিত নয়। আমাদেরকে একটি পূর্ণ পর্যালোচনা করতে হবে এবং তারপর আমরা তোমাদের সঙ্গে আমাদের মতামত শেয়ার করবো। আগে ভোটগণনা পুরোপুরি সম্পন্ন ও এবং ভিভিপ্যাট ম্যাচ করা হোক।”

বিশ্লেষকরা বলছেন, চূড়ান্ত ফলাফল প্রকাশের পর মমতা আন্দোলনেরও ডাক দিতে পারেন। কারণ শুরু থেকেই তিনি নির্বাচনের কারচুপির অভিযোগ তুলছেন। শেষ পর্যন্ত দিদি কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত