গোয়েন্দা পুলিশ রোববার রাতে ২৫০ পিচ ইয়াবাসহ ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফাহিম আহমেদ ওরফে সাগর গাজী (২৬) সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, দৌলতপুর কৃষি কলেজ এলাকা থেকে ১৫০পিচ ইয়াবাসহ ফাহিম আহমেদ ওরফে সাগর গাজীকে গ্রেফতার করা হয়। তিনি ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং দামোদর গ্রামের মৃত লিটু গাজী ও খানজাহান আলী থানার আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগমের পুত্র। তবে সাগর গাজী দৌলতপুর কলেজ গেট এলাকার সোলাইমান সরদারের বাড়ি ভাড়াটিয়া বলে পুলিশকে জানিয়েছে। এ ছাড়া ৫০ পিচ ইয়াবাসহ ফরহাদ হোসেন দারা (৪২) কে একই এলাকা থেকে গ্রেফতার করে। তিনি দৌলতপুর কৃষি কলেজ গেট এলাকার মৃত. সরদার সোলাইমান হোসেনের পুত্র। এ ছাড়া গোয়েন্দা পুলিশ কুয়েট গেট এলাকা থেকে ৫০ পিচ ইয়াবাসহ নড়াইল সদরের বাগডাঙ্গা গ্রামের মৃত. সৈয়দ রবিউল ইসলামের পুত্র সৈয়দ তৌফিকুজ্জামান ওরফে সৌরভ (২৭) কে গ্রেফতার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।