আজ - শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:১৯

ফুলতলা উপজেলা গেটের সামনে বাগান থেকে নবজাতক উদ্ধার।

ফুলতলা উপজেলা পরিষদ গেটের সামনে মিস্ত্রিপাড়া এলাকায় একটি বাগানের মধ্য থেকে রোববার ভোরে অজ্ঞাত ফুটফুটে নবজাতক শিশু কন্যা উদ্ধার হয়েছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য থানা পুলিশসহ উৎসুক জনতা ভীড় জমায়। তাকে দত্তক নেওয়ার জন্য নিঃসন্তান দম্পতি ও শিশু প্রেমিকদের প্রতিযোগিতা শুরু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোর সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে মিস্ত্রিপাড়া এলাকায় একটি বাগানের মধ্যে অজ্ঞাত নবজাতকের কান্না শুনে পার্শ্ববর্তী সোনিয়া (৩২) নামে এক গৃহবধূ এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতক শিশুটি পূর্ণ সুস্থ রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। খবরটি চাউর হয়ে পড়লে হাসপাতালে উৎসক এলাকাবাসী ভিড় জমায়। এদের মধ্যে নিঃসন্তান দম্পতি ও মানব শিশু প্রেমিকরা ফুটফুটে নবজাতক কন্যাটিকে দত্তক নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেন। অনেকেই উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, থানা পুলিশের দ্বারস্থ হন।
উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান বলেন, বিধি মোতাবেক উপজেলা সমাজসেবা কমিটির মাধ্যমে সেভ হোমে শিশুটিকে প্রেরণ করা হবে। সেইভ হোম কর্তৃপক্ষ শিশুটিকে দত্তক নিতে আগ্রহী ব্যক্তিদের বিষয় খোঁজ খবর নিয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী হস্তান্তর করবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->