আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৬

ফুলের রাজ্যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

হাসিবুল ইসলাম শান্ত, যশোর ।। ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে বিনোদনের খোঁজে ফুলের রাজ্য খ্যাত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার খদখালীতে ভিড় করছে দর্শনার্থীরা। ঈদের দিন সকাল থেকে বৈরী আবহাওয়া থাকায় ঈদের দ্বতীয় দিনে গদখালী দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
ফুল চাষ ও ব্যাবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দ্বিতীয় দিন প্রায় ৩০ থেকে ৪০ হাজার দর্শনার্থী এসেছেন গদখালী ।

বুধবার (০৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত গদখালী ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

এদিন বেনাপোল থেকে সকাল ১০ টার দিকে গদখালী এসেছেন নূর মোহাম্মদ। তিনি খানজাহান আলী নিউজকে বলেন, ঈদের দিন বৃষ্টি হওয়ায় ঈদের দ্বিতীয় দিন এসেছি গদখালী ।
গত দুই বছর ঈদে গদখালী আসতে পারেনি করোনার বিধিনিষেধের কারণে। আজ এসেছি আমার তিন বাচ্চাকে গদখালীর ফুল দেখাতে।
ওদেরকে নিয়ে প্রথমবার আসলাম চিড়িয়াখানায়। ফুল দেখে আমার বাচ্চারা খুব খুশি।

মনিরামপুর থেকে এসেছেন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, অনেকদিন পরে গদখালী আসলাম। মূলত আমার দুই ছেলেকে নিয়ে গদখালী ঘুরতে এসেছি। ওদেরকে এখানকার ফুল দেখাতে নিয়ে এসেছি। করোনাকালে ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই সপরিবারে ঈদের দিন ঘুরতে চলে আসলাম গদখালী ।

গদখালীর ফুল ব্যাবসায়ী মো. রানা খানজাহান আলী নিউজকে বলেন, ঈদের দিন সকাল থেকে বৃষ্টি হওয়ায় ঈদের দিন দর্শনার্থীদের ভিড় কম ছিল। ঈদের দ্বিতীয় দিনে আবহাওয়া ভালো থাকায় সকাল দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। আবহাওয়া ভালো থাকলে আশা করছি আজ দর্শনার্থী আসবে প্রায় ৩০ থেকে ৪০ হাজার। কারণ গত দুই বছর করোনাকালের বিধিনিষেধের কারণে গদখালীতে আসতে পারেননি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত