আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:০২

ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই!

নিজস্ব প্রতিনিধি: মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই। আজ মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর বেসরকারি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 ২০১৭’র নভেম্বরে গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে ল্যাবএইডে ভর্তি হন ফেরদৌসী প্রিয়ভাষিণী। এর আগে বাথরুমে পড়ে গিয়ে গোড়ালি চোট পেয়েছিলেন ৭০ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা। ওই সময়ই তার অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে অভিহিত করেন চিকিৎসকেরা।
১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্ম ফেরদৌসী প্রিয়ভাষিণীর। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন।
স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান।

আরো সংবাদ