আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:২৯

ফের কৃষকের পাশে যশোর সদর উপজেলা আ’লীগ সম্পাদক শাহারুল ইসলাম।

খানজাহান আলী 24/7 নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ফের কৃষকের মাঠে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

আজ সোমবার (২৬ এপ্রিল) যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কৃষক আজিজুল ইসলামের জমির জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

লকডাউনে শ্রমিক না পাওয়ায় ধান নিয়ে বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা। কৃষকদের ধান কেটে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষকের ধান কেটে দেন শাহারুল ইসলাম। এসময় তিনি কাঁদাযুক্ত মাঠের ধান কাটেন। একই দিনে কৃষকের কেটে রাখা ধান আটি বেধে বাড়িও আঙিনায় পৌছে দেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে ধান ঝেড়ে দেন।

মূলত কৃষক আজিজুল ইসলামের জমির পাশে সেচঘর থাকায় তার জমিতে এখনও কাঁদাপানি থাকায় শ্রমিক সংকটে পড়েছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐ কৃষকের জমির ধান কেটেছেন শাহারুল ইসলাম। এসময় তিনি অন্য একজন কৃষক মুজিব ভান্ডারির কেটে রাখা ধান আটি বেধে মাথায় করে বাড়িতে পৌছে দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত