আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:৩৩

ফেলানী হত্যার রিট শুনানি ২৫ অক্টোবর।

 খানজাহান আলী নিউজ:  ফেলানী হত্যার ঘটনায় তার বাবার করা রিট  শুনানির তারিখ  আজ শুক্রবার নির্ধারণ করেছিলেন ভারতের সুপ্রিম কোর্ট।

কিন্তু একই বিষয়ে পৃথক দুটি রিট থাকায় বিজ্ঞ বিচারপতি রামায়ন ও অমিতাভ রায়ের যৌথ বেঞ্চ রিট শুনানির পরবর্তী তারিখ ২৫ অক্টোবর ধার্য করেন। ফেলানী হত্যা মামলার কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, একই বিষয়ে পৃথক দুটি রিট থাকায় ভারতের সুপ্রিম কোর্টের নির্ধারিত বেঞ্চের দুই বিচারক যেকোন একটি রিট শুনানির জন্য সংশ্লিষ্ট আইজীবীদের সিদ্ধান্ত নিতে বলেন। প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি বাবার সঙ্গে দালালদের মাধ্যমে সীমান্ত পাড় হতে গিয়ে কুড়িগ্রামের  অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে প্রাণ হারান বাংলাদেশী কিশোরী ফেলানী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত