আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:৩৩

বকচরের শ্যুটার বিল্লাল আহত অবস্থায় আটক।

যশোর শহরের বকচর এলাকার বিল্লাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় গেল মধ্যরাতে হাসপাতালে আনে পুলিশ। সেখান থেকে ডাক্তাররা তাকে খুলনায় রেফার করেন।
বিল্লাল হোসেন দুইদিন আগে পরিবহন শ্রমিকনেতা মিন্টু গাজীসহ দুইজনকে গুলি করে আহত করার ঘটনায় প্রধান অভিযুক্ত।
পুলিশের ভাষ্য, বিল্লাল একজন দাগি আসামি। পুলিশ দেখে দৌঁড়ে রেললাইন পার হওয়ার সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) আহসান উল্লাহ চৌধুরী  বলেন, তাদের কাছে গোপন খবর ছিল শহরতলীর রামনগর পুকুরকূল রেললাইনের পাশে একদল দুর্বৃত্ত কোনো অপরাধমূলক কাজের জন্য জড়ো হয়েছে। সেই অনুযায়ী গেল রাত একটার দিকে সদর পুলিশ ফাঁড়ির ইনসপেক্টর তুষারকুমারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। অন্যরা পালাতে সক্ষম হলেও রেললাইন পার হওয়ার সময় বিল্লাল হোঁচট খেয়ে পড়ে গুরুতর আহত হয়। পুলিশ তাকে ধরে হাসপাতালে আনে।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার বজলুর রশিদ টুলু বলেন, বিল্লাল নামে ওই ব্যক্তির বাম পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতালের রেজিস্ট্রারে বিল্লাল ‘পড়ে গিয়ে’ আঘাতপ্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে।
রাতেই তাকে পুলিশ প্রহরায় খুলনা নিয়ে যাওয়া হয়েছে।
থানার ইনসপেক্টর আহসান উল্লাহ চৌধুরী দাবি করছেন, ধরা পড়ার পর বিল্লালের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গত ৪ এপ্রিল পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সহসাধারণ সম্পাদক মিন্টু গাজীসহ দুইজনকে গুলি করার ঘটনায় রুজু হওয়া মামলায় প্রধান আসামি বিল্লাল। গেল রাতে তার কাছ থেকে অস্ত্র-গুলি, মাদক উদ্ধারের ঘটনায় আরো দুটি মামলা হয়েছে। দাগি আসামি বিল্লালের বিরুদ্ধে থানায় আরো মামলা আছে।
গত ৪ মে বিকেলে শহরের বকচর হুঁশতলা এলাকায় পরিবহন সংস্থা শ্রমিক সমিতি যশোরের সহসাধারণ সম্পাদক মিন্টু গাজী ও একই সংগঠনের সদস্য ইমদাদুল গুলিবিদ্ধ হন। তারা দুইজনই এখনো যথাক্রমে খুলনা ও যশোরে চিকিৎসাধীন আছেন।
ওই ঘটনার দিন আহত ইমদাদুলের ভাই বদরুল আলম বলেছিলেন, দুইজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে একই এলাকার বিল্লাল ওরফে চোর বিল্লাল নামে এক দুর্বৃত্ত।

আরো সংবাদ