আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৪

বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নন্দীগ্রামের কুস্তা  গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৬৫) এবং নাটোরের সিংড়ার কাসুপিয়া গ্রামের আজিমউদ্দীনের ছেলে মো. বাবলু মিয়া (৫০)।
নন্দীগ্রাম থানার এস আই তারিকুল ইসলাম জানান, রণবাঘা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা নদীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে নাটোরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন আরও ৩ যাত্রী। তাদেরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ নন্দীগ্রাম থানায়আছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রীয়া চলছে বলে জানান নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির এস আই শহিদুর রহমান। তিনি জানান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ