আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৩:২২

বগুড়ায় নৈশপ্রহরী জব্বার হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন!

 

বগুড়ার শিবগঞ্জে রাইচ মিলের নৈশপ্রহরী আব্দুল জব্বার হত্যা মামলায় ২৪ বছর পর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় দেন। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- আফজাল হোসেন, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, গুলজার রহমান, আসমা ও আলম ফকির। এদের মধ্যে আলম ও আসমা পলাতক থাকায় বাকি চার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম।

আইনজীবী জহুরুল ইসলাম জানান, ১৯৯৮ সালের ১৮ অক্টোবর বগুড়ার শিবগঞ্জর উপজেলার বিলহামলা গ্রামে একটি রাইচ মিলের নৈশপ্রহরী আব্দুল জব্বারকে হত্যা করে আসামিরা মটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রাইচ মিল মালিক শরীফ উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ২৪ বছর পর আদালত বুধবার ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত