আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৫৬

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে জাহিদ মোল্ল্যার জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৯ নং আরবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মোল্ল্যার নিজ আয়োজনে আজ বুধবার বিকাল ৫ টায় যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলামকে প্রধান অতিথি করে বালিয়া ভেকুটিয়া মাধঘোপাড়া ৫০ জন ইমাম, মোয়াজ্জেম ও মুসল্লিদের একটি জায়নামাজ, একটি টুপি ও একটি করে তসবিহ প্রদান করেন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি যশোর জেলা কৃষকলীগ শেখ আব্দুল মতলেব বাবু।

২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মোল্ল্যার সভাপতিত্বে এবং আরবপুর ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সম্মোহনী এবং অসীম সাহসী নেতৃত্বের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে তাঁর জনগণের নেতৃত্বদান করেছিলেন। তার কারণে আজকে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশটি পরিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সকলের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম নিয়ে কাজ করলেই সফলতা আসবে। আমরা সকলে মানবিক হয়ে মানুষের জন্য কাজ করব। আজকে এই আয়োজন আমার নেতা বঙ্গবন্ধুর আদর্শকে স্মরন করিয়ে দেয়। জাহিদ মোল্ল্যার এমন উদ্যোগকে তিনি প্রশাংসা করেন। ইমাম, মোয়াজ্জেম সহ উপস্থিত সকলকে মানননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার আহবান জানান। তিনি বলেন সকলে আমার নেত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে দেশের কল্যানে কাজ করে যেতে পারেন। কারন নেত্রী ভালো থাকলে আমার দেশ ভালো থাকবে। দেশের উন্নয়নের ধারা প্রবাহিত থাকবে।

আরও উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য রুবিনা পারভীন চায়না, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক হাবিবর, আওয়ামীলীগ নেতা নুর ইসলাম নূর, ছালেক মৃধা, নজরুল ইসলাম, আবুল কাশেম, রহিম বিশ্বাস, জালাল,
আরবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, তফেল বাবু, আশরাফুল ইসলাম আশা, শুকুর আলী, বাদশা,মফিজ, শাহবুদ্দীন, রিপন গাজী,
আরবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা দিপু, শিমুল, শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ