আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০০

বজ্রপাত প্রতিরোধে যশোরে লাগানো হচ্ছে এক সহস্রাধিক তালের চারা

বজ্রপাত প্রতিরোধে যশোর সদর উপজেলায় ১০২৭টি তালের চারা লাগানোর উদ্যোগ নিয়েছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসায় ও কলেজে একটি করে তালের চারা লাগানো হবে।

এছাড়া উপজেলার ২৫৭ টি গ্রামের প্রতিটি মাঠে তিনটি করে তালের চারা লাগানো হবে। আগামি শনিবার ১৪ আগস্ট ২৫২টি শিক্ষা প্রতষ্ঠানে একযোগে তালের চারা লাগানো হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব তালের চারা বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,আনোয়ার হোসেন বিপুল।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.মুনিম লিংকনের সভাপতিত্বে তালের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম।

এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেন, প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত প্রতিরোধ করার উদ্দেশ্যে তালের চারা লাগানোর কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তাল গাছ লাগানোর মধ্যদিয়ে বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব হয়।বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে কৃষকদের অনাকাক্ষিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। বাড়ি-ঘরের ক্ষতির হারও হ্রাস করা সম্ভব হবে। বাসস

আরো সংবাদ