আজ - বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:১০

বদলি হয়ে গেলেন ওসি অপূর্ব হাসান।

কোতয়ালি মডেল থানা যশোরের ওসি অপূর্ব হাসানকে বদলি করা হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বদলির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দিন বলেন, ওসি অপূর্ব হাসানকে ঢাকার শিল্প এলাকার ওসি হিসেবে হেডকোয়ার্টাস থেকে বদলির অর্ডার যশোরে এসেছে। কি কারণে বদলি করা হয়েছে তা ওই অর্ডারে উল্লেখ নেই।

এদিকে ওসি অপূর্ব হাসানের বদলির খবরে দারুণ ব্যাথিত যশোরের মানুষ। ধর্মতলায় শিশু তৃষা হত্যাকান্ড থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অপূর্ব হাসানের বিচক্ষণ ও সাহসী পদক্ষেপ যশোরবাসীকে কিছুটা শস্তি এনে দিয়েছিল বলে অভিমত যশোরবাসীর।

একই সাথে এই বদলি আদেশ প্রত্যাহার করার জন্য পুলিশ হেডকোয়ার্টারসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা।

খানজাহান আলী 24/7 নিউজ / মুনতাসির মামুন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত