আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪৮

বন্দবিলায় ৩শ পরিবারে বিপুল ফারাজীর মানবিক সহায়তা।

স্টাফ রিপোর্টার।। যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর নিজস্ব অর্থায়নে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এরই অংশ হিসেবে খাজুরার বন্দবিলা ইউনিয়নে চলমান করোনা পরিস্থিতিতে ঘরবন্ধি তিন শতাধিক কর্মহীন অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এদিন তিনি (বিপুল ফারাজী) ইউনিয়নের মির্জাপুর, বন্দবিলা বাজার, মথুরাপুর, ভাটার আমতলা প্রেমচারা, পাঠান পাইকপাড়া, সাদীপুর, পার্বতীপুর ও চন্ডিপুরে পৃথক পৃথক স্থানে সামাজিক নিরাপত্তা বজায় রেখে খাদ্য সামগ্রী প্রদান করেন। বিতরণকৃত খাদ্যের প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, মরিচ ও হাত ধোবার সাবান।

জানতে চাইলে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন, ‘করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তারা পড়েছেন চরম বিপদে। তাদের সহায়তা করার জন্য আমি এ উদ্যোগ নিয়েছি। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয় ততদিন তার এ কার্যক্রম অব্যাহত থাকবে’।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত