আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৫৪

বরিশালে দেড় লাখ বর্গফুট মানব লোগো


বরিশালে মু‌জিব শতব‌র্ষের দেড় লাখ বর্গফুটের মানব লো‌গো প্রদ‌র্শিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১ লাখ ৫৮ হাজার বর্গফুটের লো‌গোটি প্রদর্শন করা হয়। এতে অংশ নেন ১২ হাজারের বেশি মানু‌ষ।

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর আ‌য়োজ‌নে এই মানব লো‌গো প্রদর্শন করা হয়।

প্রদর্শনীর তত্ত্বাবধায়ক শাহাদাত হোসেন জানান, লোগোটি তৈরিতে ১৬ বর্গফুটের প্রিন্ট করা পিভিসিযুক্ত ৯ হাজার ৪০৮টি কাঠের ফ্রেম ব্যবহার করা হয়। প্রদর্শিত লোগোটির দৈর্ঘ্য ছিল ১ হাজার ৩৫০ ফুট এবং প্রস্থ ১ হাজার ৮০০ ফুট।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা রবিউল ইসলামের দাবি, এটি প্রদর্শিত সবচেয়ে বড় মানব লো‌গো। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে এটি স্থান করে নিতে পারবে।

তিনি বলেন, ‘লোগো প্রস্তুতে এক মাস ধরে প্রায় দুই হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দিনরাত শ্রম দিয়েছেন।’

আরো সংবাদ