আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৩৬

বরিশাল নগরের বিভিন্ন সড়কে ‘Sorry’ লেখা নিয়ে রহস্য

বরিশাল নগরের বেশ কয়েকটি সড়কে হঠাৎ করেই কে বা কারা রঙ দিয়ে ইংরেজিতে ‘Sorry’  শব্দ লিখেছে। 

বিষয়টি ঘিরে শহরে ইতোমধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।null

কে বা কারা আর কেনই বা এই শব্দটি লিখেছে? আর কার কাছে কিসের জন্য ক্ষমা (স্যরি) চাওয়া হচ্ছে?

এসব প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যম মুখরিত হয়ে উঠেছে। এ নিয়ে জনমনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনার।

মঙ্গলবার দিবাগত রাতে দেখা যায়, নগরের কোতোয়ালি মডেল থানার সামনের সড়কের দুটি স্থানে ইংরেজিতে স্যরি শব্দটি লেখা রয়েছে। এরপর চকবাজারের পুলের ওপর এবং নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন জিয়া সড়কে বেশ  কয়েকটি স্থানে একইভাবে স্যরি শব্দটি লেখা রয়েছে।

এমন আরও কয়েকটি স্থানে  ‘Sorry’  শব্দ লেখা হয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে এক স্থানীয় বলেন, প্রথমে চকবাজারের পুলের ওপর থাকা লেখাটি চোঁখে পরে। এরপর মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার পেছনের গেট সংলগ্ন সড়কে পর পর দুটি স্থানে ইংরেজিতে সরি লেখা শব্দটি দেখতে পাই। আর সব লেখাতেই সাদা রঙের ব্যবহার করা হয়েছে। মনে হচ্ছে তুলির বদলে স্প্রে দিয়ে এটি লেখা হয়েছে।

স্থানীয়দের অনেকের ধারণা,  কারো অভিমান ভাঙ্গাতে কেউ হয়তো এমনটা করতে পারে। যুব সমাজের অনেকের মতে, এটি হয়তো কোনো পাগলাটে প্রেমিকের কাজ। 

 অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখার আহ্বান জানিয়ে শহরের সুশীল সমাজের মত, এ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

যদিও অনেকে আবার বলছেন, এ লেখার পেছনের কারণ কি? কেন লেখা হয়েছে? তা খতিয়ে দেখা উচিত আইন-শৃঙ্খলা বাহিনীর।

আরো সংবাদ