আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:১৪

বরিশাল বিভাগে আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ৬২৪

বরিশাল বিভাগে একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা গেছেন ১৬ জন। তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ও ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ৯২৮টি নমুনা পরীক্ষায় ৬২৪ জনের করোনা শনাক্ত হয়।

তাদের মধ্যে বরিশালে ২০৩ জন, ভোলায় ১৫৬ জন, পিরোজপুরে ৪৪ জন, ঝালকাঠিতে ৪৫ জন, বরগুনায় ৪৯ জন ও পটুয়াখালীতে ১২৭ জন।

আরো সংবাদ