আজ - সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:১৯

বলিউডে ফের দুঃসংবাদ, করোনা উপসর্গে মারা গেলেন ফিল্ম এডিটর

ফের দুঃসংবাদ বলিউডে। এবার মারা গেলেন তরুণ ফিল্ম এডিটর অজয় শর্মা। তিনি করোনাভাইরাসের লক্ষণ নিয়ে আইসিইউতে ছিলেন।

বুধবার (৫ মে) নয়াদিল্লীর রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান। গত দুই সপ্তাহ ধরে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

অজয় শর্মার মৃত্যুর খবর টুইটারে জানিয়ে অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকার লেখেন, ‘বিধ্বস্ত শব্দটা খুব ছোট হয়ে যাবে! আমরা অজয় শর্মাকে হারালাম, শুধু একজন অসাধারণ ফিল্ম এডিটর নয়, এক বিশাল মনের মানুষও।’

অজয় শর্মা বরফি, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, অগ্নিপথ, কাই পো চে, লাইফ ইন এ মেট্রো, ডারটি পিকচার-এর মতো ছবির কো এডিটর হিসেবে কাজ করেছেন। এমনকি তিনি ‘জলি’ নামের শর্টফিল্ম পরিচালনা করেছিলেন।

এছাড়া, অজয় শর্মা বহু জনপ্রিয় হিন্দি ছবির এডিটিং করেছেন। তার মধ্যে অন্যতম-জগ্গা জাসুস, লুডো, কারওয়াঁ, কারুকাজ, তুম মিলে, প্যায়ার কা পঞ্চনামা। সূত্র : হিন্দুস্তান টাইমস, এবিপি

আরো সংবাদ