আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৬

বসুন্দিয়ায় চেয়ারম্যান রাসেলের উদ্দ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ।

জুবায়ের আহমেদ, স্পোর্টস ডেস্ক : যশোরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ আলমগীর হোসেন ও হাফিজুর রহমান খান স্মরণে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলের উদ্দ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।টুর্নামেন্টে অংশ নিয়েছে নড়াইল ঝিনাইদহ মাগুরা ও বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি।

আজ বৃহস্পতিবার বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের প্রথম আসরে নড়াইল জেলা একাদশ কে ৩-৫ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি ।

এর আগে বিকাল ৩ টায়  চারদলীয় ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন করেন ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ।এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাদক সন্ত্রাস থেকে যুব সমাজকে মুক্ত রাখতেই এ ধরনের উদ্দ্যোগ গ্রহণ করেন রাসেল।

আগামীকাল শুক্রবার বিকাল ৪ টায় একই মাঠে মুখোমুখি লড়বে ঝিনাইদহ জেলা একাদশ ও খুলনা জেলা একাদশ।

আরো সংবাদ