আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২৯

বসুন্দিয়ায় চেয়ারম্যান রাসেলের মানবিক সহায়তা।

যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ইউনিয়নটির জগন্নাথপুর খেয়াঘাট এলাকায় হতদরিদ্রদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন।

আজ শুক্রবার ইফতারে পর ইউনিয়নটির জগন্নাথপুর খেয়াঘাটের ৬০ টি নিম্নমধ্যবিত্ত ও দিনমজুর পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি আলু ও ৫০০ গ্রাম করে ডাল বিতরণ করেছেন চেয়ারম্যান রাসেল।

এসময় ইউপি সদস্য আতিয়ার রহমান ও ওয়ার্ড ওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাজান খান, ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশব্যাপী কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে ইউনিয়নের গ্রামগুলোতে ঘুরে ঘুরে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ।

বসুন্দিয়ার সিংহভাগ মানুষ কৃষক ও শ্রমজীবী। সারাদেশব্যাপী লকডাউন হয়ে যাওয়ায় কৃষকরা তাদের কৃষি পণ্য বিক্রি করতে পারছে না। অন্যান্য ব্যবসা-বাণিজ্যও বন্ধ হয়ে যাওয়ায় কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা খুব দুর্বিপাকের মধ্যে পড়ে যায়।

বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল বলেন, আমার লক্ষ্য হলো, বসুন্দিয়া ইউনিয়নে একজন কর্মহীন মানুষও খাবারের কষ্ট না পায় সে ব্যবস্থা করা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত