আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:২৭

বসুন্দিয়ায় ট্রাক ড্রাইভার হত্যার মূল আসামী গ্রেফতার ট্রাক উদ্ধার

যশোর বসুন্দিয়া ট্রাক ড্রাইভার হত্যা ও ট্রাক ছিনতায়ের মুল আসামী হৃদয়(২৪) কে গ্রেফতার, চুরি করা ট্রাক উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ।

গত ২১ শে জুন সকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা বারই পুকুর থেকে রেজাউল করিম (৩৭) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

পিবিআই ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে ঐ অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়। নিহত রেজাউল করিম বরিশাল জেলার গৌরনদী গ্রামের টরকির চর এলাকার ইউনুস বয়াতির ছেলে।

জানা যায়, পদ্মবিলা এলাকার আব্দুর রাজ্জাকের পুকুরে ওই লাশ ভেসে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল করে ঘটনাটি প্রশাসনের দৃষ্টিতে আনে এলাকাবাসী।

রেজাউল করিম হত্যাকান্ডে তার স্ত্রী একটি হত্যা মামলা রুজু করেন।মামলাটি অতি গুরুত্ত্বের সাথে নিয়ে যশোর ডিবি পুলিশ আসামী গ্রেফতারে কুমিল্লায় অভিযান চালায়।যশোর ডিবি পুলিশের চৌকস এসআই মফিজুল ইসলাম কুমিল্লার চান্দিনা থেকে রেজাউল হত্যাকারী হ্রদয় চুরি যাওয়া ট্রাক ও মোবাইল উদ্ধার করেন।

আরো সংবাদ