আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২০

বসুন্দিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

যশোরে ট্রেনে কেটে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে  বসুন্দিয়ার পাকেরগাতি পালপাড়া এলাকায়। যশোর রেলওয়ে  পুলিশের ইনচার্জ  তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবলু (৪০) যশোর শহরের ষষ্টিতলা এলাকার মৃত সোবহান হাজির ছেলে। যশোর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে বাবুলের। এতে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। তখনো তিনি বেঁচে ছিলেন। ওই সময় তার অতিরিক্ত রক্ত ক্ষরণ হচ্ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এর কয়েক মিনিটের মধ্যে মারা যান বাবুল।  খবর পেয়ে রেলওয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশ যশোর রেলস্টেশনে নিয়ে এসেছে। পরে নিহতের পরিবারের সাথে কথা বলে লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বাবলুরভাগ্নে হাসিব জানায়, তিনি দীর্ঘদিন ঢাকায় ছিলেন। কয়েকদিন আগে ঢাকা থেকে যশোরে আসেন। বসুন্দিয়ায় বাবলুর ভগ্নিপতি আবু সাইদের কাছে যান। সেখানে নতুন একটি ব্যবসার জন্য দোকান নেন। সেই দোকানে রাতে রঙের কাজ করছিলেন বাবলু। কাজ শেষে রেললাইনের পাশে থাকা কলে হাতমুখ ধুতে গেলে এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে । ছেলে মেয়ে নিয়ে স্ত্রী ফুলতলায় তার বাবার বাড়িতে থাকেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত