আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪২

বসুন্দিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণ

নিজেস্ব প্রতিবেদক : গতকাল (০২/০১/২০১৯) বুধবার যশোর সদর উপজেলাধীন ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অফিস আলমারী, ওজন মাপার ডিজিটাল মেশিন এবং উচ্চতা পরিমাপক যন্ত্র বিতরণ করা হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট উপকরণগুলি বিতরণের সময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার জহরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান বাবলু সহ ইউপি সদস্যবৃন্দ।

ইউনিয়নের অর্ন্তগত ০৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি বিতরণ করা হয়।প্রতিষ্ঠানগুলি হলো জগন্নাথপুর শিবানন্দপুর দাখিল মাদ্রাসা, জগন্নাথপুর এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ, ঘুনী মাধ্যমিক বিদ্যালয়, সিঙ্গিয়া মহিলা দাখিল মাদ্রাসা, জয়ান্তা মাধ্যমিক বিদ্যালয়, সাদুল্যপুর প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ওজন ও উচ্চতা পরিমাপক যন্ত্র বিতরণ করেন ১৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল। তরুন এই চেয়ারম্যান খান জাহান আলী 24/7 নিউজ প্রতিনিধিকে বলেন , “  ‘শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন করার লক্ষে আমাদের এই কর্মসূচী। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে চলেছে এটি তার একটি উদাহরণ মাত্র। সাধারণ মানুষের প্রত্যাশা পুরনে সরকার শিক্ষাখাতকে এগিয়ে নিতে অনেক ব্যাতিক্রমী পরিকল্পনা গ্রহন করেছেন। প্রধানমন্ত্রীর আশা আমরা পূরণ করতে চাই।

আরো সংবাদ