আজ - শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:০০

বাঁচার আকুতি হার্ট ছিদ্রে আক্রান্ত শিশু জিনিয়া

হার্টে ছিদ্র ও মাথায় টিউমার আক্রান্ত ছয় বছরের শিশু জিনিয়া খাতুন বাঁচতে চায়।

অসহায় শিশুটি চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য দেশের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা।

জিনিয়ার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ানের পলাশী গ্রামে। তার বাবার নাম বিল্লাল হোসেন। এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।

এরই মাঝে বিল্লালের জীবনে সবচেয়ে বড় দুর্যোগটি নেমে আসে। তার সাড়ে ছয় বছরের কন্যার হার্টের ছিদ্র ও মাথায় টিউমারে আক্রান্ত হয়।

প্রথমে ধারদেনা করে স্থানীয়ভাবে মেয়ের চিকিৎসা করান তিনি। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সম্প্রতি তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রস্তুতি চলছে।

জিনিয়া খাতুনের এ রোগের চিকিৎসা ব্যয় বহন করা বিল্লাল হোসেনের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান,কোমলমতি এই শিশুর জীবনপ্রদীপ রক্ষার জন্য তার বাবাকে সাহায্য করা সবচাইতে বড় মানবিক কাজ হবে।

এদিকে কোলের সন্তানকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বাবা বিল্লাল হোসেন।

সহযোগীতা পাঠানোর ঠিকানা
জিনিয়ার পিতা: বিকাশ নং: ০১৭৭০৩০৩৯০৭

আরো সংবাদ