আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩৩

বাংলাদেশের ইতিহাসে জাতির জনকের অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে : শাহারুল ইসলাম

দোয়া মাহফিল ও খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচি হিসাবে আগস্টের ১৬ তম দিনে রবিবার সকাল ১১ টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আরবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া করেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম। দোয়া শেষে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি বলেন, বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাস ও বাংলাদেশের প্রায় ৩১ জেলায় বণ্যা কবলিত হওয়ায় জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট উপলক্ষে তবারক বিতরণের পরিবর্তে সমগ্র ইউনিয়নে মাস ব্যাপি দোয়া মাহফিল ও নিন্ম আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রাখবেন।

তিনি আরও বলেন, শুধুমাত্র স্বাধীনতা অর্জনই নয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বের দরবারে সমহিমায় প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে জাতির জনকের অবদান চিরদিন তাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতির জনক একজন সৎ ও যোগ্য নেতা ছিলেন। আমরা তাঁর আদর্শ বুকে ধারণ করে এবং এই অপূরণীয় শোককে শক্তিতে পরিনত করে একটি দুর্নীতিমুক্ত ও জলবায়ু ঝুঁকিমুক্ত উন্নত রাষ্ট্র গড়তে আজীবন কাজ করে যাবো।”

তিনি করোনা ভাইরাস ও দরিদ্র অসহায়দের জন্য সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনকে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করার আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আজগার আলী গাজী এবং সভা সঞ্চালনা করেন আরবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড সেক্রেটারি সাইফুল, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা উজ্জল হোসেন, সংরক্ষিত আসনের ইউপি সদস্য সালমা পারভীন কেয়া, ২ মকবুল হোসেন, তালেব, সালাম আব্দুল হাই, সুজন।
আরবপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ আসমা আক্তার।
আরবপুর ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা নাজমুল সর্দার, তফেল বাবু, আশরাফুল ইসলাম আশা, সোহেল রানা, শুকুর আলী, সুমন, বাবলু, সাইফুল, রাশেদ, বাদল, রাসেল, সেলিম, ফজলুর রহমান, ইমরান, আসাদ রহমান, আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ