আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৫২

বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত:

 

সারাদেশ থেকে আগত বাংলদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা – কর্মীদের উপস্থিতিতে মুখরিত ঢাকার ঐতিহাসিক সোহ্‌রাওয়ার্দী উদ্যান।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন।

আমি চার বারের প্রধানমন্ত্রী। আমাদের পরিবার দুর্নীতিই যদি করতো তাহলে দেশের মানুষকে কিছু দিতে পারতাম না।
আমরা দেশের মানুষকে দিতে এসেছি।
মানুষের জন্য করতে এসেছি।
এ কারণে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে,এটা অন্তত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে মেনে নিতে পারি না। আমরাই পারি দেশের উন্নতি করতে।’

দেশের অগ্রযাত্রায় আওয়ামী লীগ সভাপতি তার সরকারের মেয়াদে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা তুলে ধরেন।
তিনি বলেন,‘পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এসেছিল। তাই চ্যালেঞ্জ দিয়েছিলাম নিজের অর্থায়নে পদ্মা সেতু করবো।
আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। ধন্যবাদ আমাদের দেশের মানুষকে।
তারাই আমাকে সাহস দিয়েছে শক্তি দিয়েছে।
আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি।

প্রধানমন্ত্রী অারো বলেন
শুধুমাত্র পদ্মা সেতু না,
তিনটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট আওয়ামী লীগ সরকারের করা,
চতুর্থটা হচ্ছে কক্সবাজারে। সারাদেশে রাস্তা-ঘাট,ব্রিজ সহ যাবতীয় সকল উন্নয়ন করা হয়েছে।
অতো ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে।’

শেখ হাসিনা বলেন,‘কিছুদিন আগে একশোটা সেতু,একশোটা সড়কের উন্নতি আমরা করতে পেরেছি।

কোনদিন আগে কেউ একসঙ্গে করতে পেরেছে। আপনারাই বলেন, পেরেছে কোনো সরকার? কে পেরেছে, আওয়ামী লীগ সরকার। আমরাই পারি দেশের উন্নতি করতে, এটাই হচ্ছে বাস্তবতা।’

‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এবার আওয়ামী লীগের ২২তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে।
২০৪১-এ স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন দলটির জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ