আজ - রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:৪০

বাংলাদেশ সিনোফার্মের সাড়ে ৭ কোটি টিকা কিনছে

চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। ইতিমধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ—কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা টিকাও দেশে আসবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত