আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:১০

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২৫ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে

বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে দেশের জন্য কাজ করছে। সম্প্রতি এই বাহিনীতে সেনা শিক্ষা কোরে (আর্মি এডুকেশন কোর্পস–এইসি) জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু আজ রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী এ পদে আবেদনের জন্য পুরুষ প্রার্থীদের বিএ/বিএসসি/বিকম/স্নাতক/ সমমান (শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে)। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২ এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩।
বয়স
১৪ মার্চ ২০২১ সালে সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শারীরিক যোগ্যতা

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি হতে হবে। এ ছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

http://army.teletalk.com.bd তে ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৫ অক্টোবরের মধ্যে জমা দিতে পারবেন।
বিস্তারিত দেখুন

আরো সংবাদ