আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:৪০

বাকপ্রতিবন্ধীর চুরি হওয়া ভ্যান উদ্ধার।

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে বাকপ্রতিবন্ধী আব্দুল লতিফের চুরি কৃত ভ্যান উদ্ধার করছে।ডিবি পুলিশের একটি টীম অভয়নগর থানার ভাঙ্গাগেট এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত চোর চক্রের হোতা মিরাজকে গ্রেফতার করছে।

আসামী মিরাজ নড়াইল উপজেলার জুড়লিয়া গ্রামের লাল মিয়া বিশ্বাসের ছেলে। বর্তমানে আসামী অভয়ণগর উপজেলার বাগুটিয়া গ্রামে থাকেন।
ডিবি সূত্রে জানান, গত ৩০ মে সকাল ১১টায় শহরের পালবাড়ী ভাস্কয মোড় থেকে অজ্ঞাতনামা তিন ব্যক্তি বাকপ্রতিবন্ধী লতিফের ভ্যান গাড়ি ভাড়া করে মালামাল নেওয়ার কথা বলে চুরি করে নিয়ে যায়।। ভ্যান হারিয়ে বাক প্রতিবন্ধি ভ্যান চালক লতিফ পুলিশকে অবহিত করে খোজাখুজি করতে থাকেন। সংবাদ পেয়ে জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিষয়টি জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকারকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। ডিবি’র তত্ত্বাবধানে গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় অভয়নগর ভাঙ্গাগেট থেকে মিরাজকে ভ্যান গাড়িসহ হাতে নাতে আটক করেন।
ডিবি ওসি রুপন কুমার সরকার বলেন, এ ঘটনায় লতিফের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি চুরি  মামলা করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত