আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৮

বাগেরহাটে তরুণীকে গণধর্ষণের মূলহোতাসহ গ্রেফতার ৮

বাগেরহাটের রামপালে পরিত্যাক্ত মাদ্রাসার মাঠে নিয়ে একজন মেয়ে শ্রমিককে গণধর্ষণের ঘটনার মূলহোতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে খূলনা র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার (৯ মে) সকালে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, ধর্ষণের মূলহোতা রামপাল উপজেলার মালিডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), কিসমত ঝনঝনিয়া গ্রামের আসলাম শেখ (২২), ঝনঝনিয়া গ্রামের জনি শেখ (১৮), একই এলাকার মারুফ বিল্লা(২২), মালিডাঙ্গা গ্রামের হাসান শেখ (২০), একই গ্রামের রাসেল শেখ (২২), ঝনঝনিয়া গ্রামের হোসেন গাজী (১৮), রাজু শেখ (২৪)।

খুলনা র‌্যাব- ৬ এর মিডিয়া সেল থেকে সোমবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, রামপাল উপজেলার ভাগা চেয়ারম্যান বাড়ি এলাকার একজন দরিদ্র তরুণী মোংলা একটি গার্মেন্টের দোকানে শ্রমিক হিসাবে কাজ করে। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রবিবার রাত ৮টার দিকে মোংলা থেকে বাড়ির উদ্দেশ্যে এসে রামপাল ভাগা মোড়ে অবস্থান নিয়ে এখানে অপেক্ষামান হ্নদয় (২০) নামের তার বন্ধুকে সাথে নিয়ে পায়ে হেটে বাড়িতে ফেরার পতিমধ্যে আবুল কালাম আজাদ ওরফে শুকুর ও আসলাম শেখ তাদের সহযোগিদের নিয়ে হ্নদয়কে মারপিট করে মেয়েটিকে তুলে পার্শ্ববর্তী পরিত্যাক্ত একটি মাদ্রাসার দেয়ালের আড়ালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। অনেক রাত পর্যন্ত এ ঘটনার পর বন্ধু হ্নদয় কৌশলে মেয়েটির মাকে মোবাইল ফোনে ঘটনা জানালে মেয়েটির মাতা খুলনা র‌্যাব-৬ কে সাথে সাথে অবহিত করে।

পরে মেয়েটি ডাক-চিৎকার দিয়ে দৌড়ে ছুটে আসে। মেয়েটির মায়ের ফোন পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল ছায়া তদন্তশেষে ঘটনার সত্যতা পেয়ে সোমবার ভোরেই অভিযান চালিয়ে পর্যায়ক্রমে ৮ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তারা জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত