আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৩১

বাগেরহাটে নদী থেকে পরিচয়হীন লাশ উদ্ধার।

বাগেরহাটে পানগুছি নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মরদেহটি কোন পুরুষ লোকের। যার বয়স প্রায় ৪০ বছর। আজ সোমবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
এরআগে সানকিভাঙা গ্রামের লোকজন মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

এ সম্পর্কে থানার ওসি সাইদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। লাশের পোস্টমর্টেমের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ