আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫৭

বাগেরহাটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় যুবক খুন

বাগেরহাটের মোংলায় স্ত্রীকে বিয়ে করায় শাহীন (৩৫) নামে এক বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে আরেক বন্ধু মারুফ। সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মোংলা পৌরসভার ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শাহীন মোংলা পৌর শহরের ছাড়াবাড়ি এলাকার একরামুল হকের ছেলে। অভিযুক্ত মারুফ খুলনা জেলার কয়রা উপজেলার আব্দুর রশিদের ছেলে। তিনিও পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এক যুবক শাহীনের পেটের বাম পাশে ছুরি চালিয়ে পালিয়ে যায়। আমরা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিনের বড় বোন খাদিজা বেগম বলেন, আমার ভাই দেড় বছর আগে মারুফের সাবেক স্ত্রী নাদিরাকে বিয়ে করে। এরপর থেকেই বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি-ধামকি দিয়ে আসছিলো মারুফ। সেই বিরোধের জেরে আমার ভাইকে মারুফ খুন করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত