আজ - রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৪৪

বাগেরহাটে সড়কে গেলো দুই ভাই বোনের প্রান।

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কে দুর্ঘটনায় ভাই ও বোন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে একই পরিবারের অপর ৩ জন। নিহতরা হলেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। প্রাণরক্ষা পেয়েছে নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।

শনিবার বিকেলে সাইনবোর্ড বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে শরণখোলা থেকে ঢাকা গামী জিএমএস পরিবহণের ঢাকা মেট্রো-ব-১৫-৮১৪৮ নম্বর গাড়ি পৌছুলে বিপরীতমুখী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের যাত্রীরা হতাহত হন।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

এ বিষয় থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সড়কে দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

আরো সংবাদ