আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০২

বাগেরহাট-৪ আসনের এমপি মোজাম্মেল হোসেন আর নেই।

স্টাফ রিপোর্টার।। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ডা. মোজাম্মেল হোসেন আর নেই।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডা. মোজাম্মেল হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অম্বরিশ রায় ও সাবেক সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু এই তথ্য নিশ্চিত করেছেন।

মোজাম্মেল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি স্টোকে আক্রান্ত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাগেরহাটে শোকের ছায়া নেমে আসে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত