আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:১৯

বাঘারপাড়ায় কোটি টাকার সিমানা পিলার সহ আটক তৌহিদুর রিমান্ডে

যশোরের বাঘারপাড়ায় কোটি টাকা মূল্যের সিমানা পিলার (ম্যাগনেট) সহ আটক তৌহিদুর রহমানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আটক তৌহিদুর রহমান যশোর সদর উপজেলার বলিয়াডাঙ্গা গ্রামের শাহাজান মোল্যার ছেলে। বৃহস্পতিবার পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান এ আদেশ দেন।
উল্লেখ, গত সোমবার রাতে বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকায় যশোরের র‌্যাব-৬ এর একটি চৌকুস দল তাকে আটক করে। পরের দিন জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার মামলা দিয়ে বাঘারপাড়া থানায় হস্তান্তর করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত পিলারটির ওজন প্রায় ৩৪ কেজি, গায়ে লেখা ছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ ও ক্রস পতাকা আকৃতি ছবি আকা ছিলো।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত