আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:০৩

বাঘারপাড়ায় নৌকার বিপক্ষে যুব মহিলালীগ নেত্রীর প্রচারণা নিয়ে তোলপাড়

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিচ্ছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী যুব মহিলালীগের আহবায়ক সালমা খাতুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার নৌকা বিরোধী বক্তব্য বাঘারপাড়া জুড়ে ব্যাপক আলোচিত হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা গেছে সম্প্রতি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফের বাড়ির  উঠোনে অনুষ্ঠিত বৈঠকের সালমা খাতুন বলেন, ‘বাঘারপাড়ার এ উপ নির্বাচন হচ্ছে স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে আমাদের কোনো প্রতীকের প্রয়োজন নেই। আমাদের দরকার বেপ্রতীক। আমরা ব্যক্তি দেখে ভোট দেব। এ নির্বাচনে সরকার পরিবর্তন হচ্ছে না। আমরা সবাই আনারসে ভোট দেব। এ নৌকা বিএনপি জামায়াতের নৌকা, এ নৌকা আমাদের নৌকা না।

এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। বিষয়টি বাঘারপাড়ার নির্বাচনের প্রধান আলোচনার বিষয়ে রূপ নিয়েছে।

সালমা বেগমের এ বক্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বহিস্কারের দাবি জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার শহিদুল্লাহ, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, দোহাকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও বাঘারপাড়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক আবু তাহের আবুল সরদার, সাবেক যুবলীগ নেতা ও বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাইদ সরদার,  যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বর্তমান যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর জুলফিক্কার আলী জুলাই, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, সাধারণ সম্পাদক বিএম শাহাজালাল, সাবেক ছাত্রলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন প্রমুখ।

আরো সংবাদ