আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:৩২

বাঘারপাড়ায় পবিত্র কুরআন তেলাওয়াতরত মহিলার মৃত্যু।

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়ায় কোরান তেলাওয়াতরত অবস্থায় গাছচাপায় ডলি বেগম (৪৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দরাজহাট ইউনিয়নের আব্দুস সাত্তারের স্ত্রী। পরিবারের লোকজন জানান, বুধবার রাতে ঝড়ে একটি আমগাছের ডাল টিনের ঘরের চালার ওপর ভেঙে পড়লে তার মৃত্যু হয়। ওই সময় নামাজ শেষ করে কোরান তেলাওয়াত করছিলেন তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলু জানান, বুধবার রাতে সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে গাছচাপা পড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তিনি ঘরের মধ্যে নামাজ পড়েছিলেন। আজ (২১ মে) দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। লাশের হাল দেখে দাফনের জন্য বলা হয়েছে।

আরো সংবাদ